আজকের আকাশে আভিজাত্যের ছাপ দেখতে পাচ্ছি, কারণ এলাকাটাও অভিজাত।
অনেক সময় আকাশ মলিন মনে হয়, যখন তিন বেলা আহার না পাওয়া লোকের এলাকায় থাকি।
আকাশও কি শ্রেণিবৈষম্য করে কিনা, জানি না।
তবে এসব খুব ভাবায় বাউন্ডেলে বেকার মনকে, এইতো দেখতে পাচ্ছি রোল্স রয়েলসের মতো ভাসমান মেঘ,
কিন্তু কোনো কোনো এলাকায় দেখি, শুধুই রিকশা আর রিকশার প্যাডেল।
আরে, আরে, রাস্তা কি আকাশে উঠে গেল?
নাকি আকাশ নেমে এল?
অনেক সময় তো আকাশই দেখি না, মানে খুঁজে পাই না।
আকাশ না থাকায় বৃষ্টির পানিতে ভিজে জবজবে হয়ে যায় শরীরের সামান্য পোশাক;
কিছুই করার থাকে না, শুধুই চেয়ে চেয়ে দেখি।
কিছুই করার থাকে না, চেয়ে চেয়ে দেখি।