তোমাকে তো নিবদ্ধ করেছি ইয়াসিনে
মায়ের মুখে শুনার পর সুরার ফজিলত।
দেখ দুনিয়া কোরান কিছুই টানে না
তাই ব্যস্ততায় ডুবে ভাবি নিস্তার পেয়েছি
আর আক্ষেপে পড়ে থাকে শৈশব।
আচ্ছা কবিতারা এমন কেন?
মর্জিমাফিক আসবে আর টুকে রাখতে হবে আমাকে!
তাও তো দেয় তারা সুকুন
এমন জাহেলিয়াত সময় স্বৈরাচার!
নির্ঘুম রাত পার করে জুনিয়র
মেখে কানে পাখির কলতান
আড়াই ঘন্টার ঘুমে ঠিক করে
ঠিক সাড়ে নয়টার সুপ্রিম কোর্ট।