সত্তা,সময় ও সমাজের সুলক সন্ধানে
গরাদ লাবিব ওয়াহিদ
গরাদের ভিতরে
মানুশ’দেরকে
ঠেশে ঠেশে
জেলখানা একদিন
বাতাশে ঠাশা বেলুনের মতোো
ফুটে যাবে
জেলখানার ইট’গুলা উড়ে যাবে
আঘাতে ভেঙে পড়বে কুরসি
আমরা অপেক্ষায় থাকি
একদিন জালেম বলবে ইয়া নফসি