গালিবের গজল

তরজমাঃ উম্মে ফাহিমা হিরা

আমার মনে পড়ে গেলো তোমার সেই অশ্রুসিক্ত চোখ;

হৃদয়, আত্না, অস্তিত্ব, অভিযোগের তৃষ্ণা নিয়ে হাজির হলো।

মনের ভেতরের তীব্র অস্থিরতা অল্প সময়ের জন্য বিরাম নিয়েছিলো।

তোমার সাথে কাটানো স্মৃতি গুলোর কথা আবারো মনে পড়ে গেলো।

জীবনটা এভাবেই না হয় চলেই যেতো!

কেন তোমার বিদায়ের কথা মনে পড়ে গেলো?

একাকিত্ব যে কেবলই কষ্টদায়ক!

মরুভূমির বিরানতায় ঘরের কথা মনে পড়লো।

হে আসাদ! ছোটোবেলায় আমি পাগলকে লক্ষ্য করে

উঠিয়ে ছিলাম পাথর, এখন আমার নিজের কথাই মনে পড়ছে।

তরজমাঃ উম্মে ফাহিমা হিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।