ঘুমাও।
ছেঁড়া পাপড়িগুলোর ওপর হোক তোমার বাসর।
কে হবে তোমার নাগর?
ওহে বিশ্বাসী মৌমাছিদল, আপনাদের কাতারে নয় বলে ভ্রমর পাণি প্রার্থনা করতে পারে না।
ঘুমাও।
ছেঁড়া পাপড়িগুলোর ওপর হোক তোমার বাসর।
ভাবো নিজেকে নিয়ে।
কোন মেঘ যেনো না আসে আর। অনেক বৃষ্টি ঝরেছে।
তোমার পাওনা বসন্ত হোক শীঘ্রই।
ঘুমাও, দূরবর্তী সজ্জিত মন্দিরে,
সবকিছু সমান তালে সুর করা থাকে শহরে,
কেটে যাওয়া ডানা আসতে দেয় না তোমারে।
তবুও তোমাকে পাই, পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ে চক্রবৃদ্ধি হারে।
নিদারুণ নিয়মের জালে মস্তিষ্ক ভার হয়ে থাকে।
ভাবতে চাই, ভাবনারা একঝাঁক পাখি, হারায় অচেনা বাঁকে।
বন্ধ জানালায় তোমার নিশ্বাস,
হরিণের কোমল উত্তাপ জড়িয়ে,
ঘুম আসে না।
সতেরো কোটি কোষ বলে ঘুমাও।
তোমার অচেনা সুরে প্রবেশ করাও আমারে।