সত্তা,সময় ও সমাজের সুলক সন্ধানে
উত্তর মুখ থেইকা মাতাল হাওয়া আইসা
মুয়াজ্জিন যেমনে কানে আঙুল দিয়া
মন লাগাইয়া আল্লাহর নাম লয়
ঠিক হেবা কইরেই
আমারে তোমার কথা কয়,
আমি খাড়াই যাই,
জওয়াব দেওনের লাগি।
হেই মানুসডার লাইগা
জান্নাত বরাদ্দ হয়
আর হাওয়ার লাইগা
তুমি।