হায়! আমার ক্ষণস্থায়ী অন্ধকার রাতে
ঝড়ো বাতাসের সাথে মিলন হবে পাতার।
আমার ক্ষণস্থায়ী অন্ধকার রাত শুধুই যন্ত্রণাময়
শোন! ছায়াদের পদশব্দ শুনতে কি পাও?
এই সুখ, সুখানুভুতি অপরিচিতা
হতাশায় আমি আসক্ত, অভ্যস্থ, পরিপক্ক।
শোন! ছায়াদের পদশব্দ শুনতে কি পাও?
সেখানে, রাতের অন্ধকারে, একটা কিছু হবে
রক্তিম চিন্তিত চাঁদ,
কোনমতে ঝুলে আছে চিলেকোঠার ছাদে,
ভেঙে পড়ার ভয় যেকোন মুহুর্তে।
মেঘদল যেন প্রসব বেদনায় বিলাপরত নারীদের ভিড়
বৃষ্টির ঝরে পড়ার অপেক্ষায়।
এই আছে, এই নেই এক লহমায়।
জানালার ওপারে
অন্ধকারে কাঁপন ধরে
পৃথিবীর ঘূর্ণন যায় থেমে
জানালার ওপারে, আগন্তুক,
তুমি আমি, আমাদের নিয়ে ভেবে মরে।
তুমি
পাতার রুহের মত সবুজ তুমি।
রাখো তোমার হাত – জ্বলন্ত চিতার স্মৃতি ,
আমার প্রেমের নরম হাতে।
আমার প্রেমের নীরস ঠোঁটে
তোমার ঠোঁটের উষ্ণ সংস্পর্শে
আনো জীবনে প্রাচুর্য্য টসটসে আঙ্গুরের শরাবের মতো।
যদি ভুলে যাই,
ঝড় আমাদের নিয়ে যাবে!
ঝড় আমাদের নিয়ে যাবে!