একদিন ঈশ্বর পৃথিবীতে কিছু রদবদল ঘটানোর ইচ্ছা পোষণ করলেন,
তিনি সমস্ত কুপিকে অবসরে পাঠিয়ে বৈদ্যুতিক বাতি ছড়িয়ে দিলেন,
তার নির্দেশ পাওয়া মাত্রই মাটির রাস্তা কালো পিচে ঢেকে গেলো,
দ্রুতগামী ঘোড়সওয়ার নিজেকে আবিষ্কার করলো মটরযানে,
খবরের ঝোলা হাতে ছুটতে থাকা রানার বনে গেলো পোস্ট অফিসের পিয়ন,
বনগুলো এসে আশ্রয় নিলো উঁচু উঁচু দালানের ছাদে,
কিছু পশু আত্মহত্যা করলো আর কিছু হয়ে গেলো চিড়িয়াখানার দাস;
অতঃপর, প্রেমিকাদের মধ্যে ঈশ্বর তোমাকে তুলে নিলেন,
আর প্রেমের নিদর্শন স্বরূপ
আমাকে বাঁচিয়ে রাখলেন নিঃসঙ্গ করে।
*শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়