তোমাকে নিয়ে লেখার মতোন সুন্দর কিছু আর
আমার জীবনে ঘটেনি।
পাখির হৃদয়ের মতো জটিল কিছুও বুঝতে পারি খুব। আকাশের নীলে চোখ রেখে বুঝে ফেলি খুব নিকটবর্তী মানুষটি কিভাবে আকাশের দূরত্ব নিয়ে পাশে বসে আছে!
হৃদয়ে কত ঝড় আছে বোঝা যায় অনবরত কথা বলার ভঙ্গিতে, চোখের ভাষা সবাই পড়তে জানেনা!
ভালোবাসা কী বুঝেছি তোমার মুখোমুখি বসেও যখন তোমাকে মনে পড়ে, অথচ আকাশকে কখনো পুরোনো হতে দেখিনি।
আমরা মানুষ বলে পুরোনো হয়, সুর কেটে যায়!
মনে পড়ে সেই নীল নীল বিকেল কিভাবে আমরা পাশাপাশি হেঁটেছিলাম, মানুষের চোখে কিভাবে সুখের ছবি হতে পেরেছিলাম!
আঙ্গুলে আঙ্গুল রেখে বলেছিলাম কিভাবে আগামীর ঝড় এলে একসাথে বাঁচবো,
অমাবস্যার রাতে দীপ না জ্বেলে থাকার কৌশল আমরা প্রায় আবিষ্কার করে ফেলেছিলাম!
এখনো হৃদয়ের কাছাকাছি পূর্ণিমা হয়,
একটা রাত জাগা পাখি বাতাসের তীব্রতা ভেঙে ধ্বংসের দিকে মুখ করে উড়তে থাকে!