খুব সহজে তুমি ভুলে যেতে পারো।
তোমাকে বাধ্য করার অধিকার নেই কারো।
সময়কে মোকাবেলা করার হাতিয়ার যার নেই,
প্রত্যহ সম্মুখীন হওয়ার পরও সে ভুলে যাবেই।
মিথ্যা মরুভূমিতে খুব সহজেই হারানো যায়,
অথবা সত্যের সমুদ্রে তুমি বিলুপ্ত প্রায়।
যদিও মিছিলের কন্ঠে তোমার প্রেমময় নাম রবে,
তবুও অতৃপ্ত আত্মারা সুরে অসুরে তোমায় খুঁজে বেড়াবে।