প্রেমিকা এমন
হেসে এলেমেলো করে দিতে পারে অলিন্দ-নিলয়
দু’একটা অর্গান না থাকলেও চলে
যেহেতু সৌরভ চারিদিকে বাতাসে বাতাসে উষ্ণ হাওয়া
তোমায় ভুলতে বসেছি বিষন্ন শীতকাল।
প্রেমের কথা কেউ কোনোদিন স্পষ্ট বলেনি কেন?
যদিও যারা প্রেমে পড়ে তারা জানে প্রেম শাশ্বত নয়।
সবুজ স্রোতোবহা হ্রদের পাড়ে কাশবন পুঁড়ে ছাই হয়ে যায়
গোবেচারা হয় বসে থাকি শান্ত কোলাহলে
হৃদয়ে এত অদ্ভুত পরিস্থিতি উদয় হয় জেনেও
স্বাভাবিক কোনো জীবনে তোমাকে-ই কামনা করি।কিংবা এমন
যদি অধরা থেকে যায় বাকিজীবন তবে
দুটি নিকটবর্তী শোকের প্রার্থক্য করতে ভুলে যাবো
নাফরমানের মত ভুলে যাবো খোদার কথা
ভাবি যদি স্মৃতিখেকো কোনো মাছ হতাম
সার্বক্ষণিক তোমার কথা আর মনে পড়তোনা প্রিয়তম।