ফিলিস্তিনি চোখ

মারুফ হাসান প্রত্যয়

যুদ্ধভরা আকাশ দ্যাখো  

রক্তভরা মাটি,  

ফিলিস্তিনি তোমার চোখে 

ইমান তবু খাঁটি! 

~

রক্তভরা মাটি; মৃতের 

গন্ধভরা বাতাস,  

সদ্যোজাত শিশুর চোখে

ধোঁয়ায় ভরা আকাশ! 

~

যুদ্ধ দ্যাখো, রক্ত দ্যাখো 

মৃত্যু দ্যাখো প্রিয়ার,  

ফিলিস্তিনির অভয় তবু

বীরের মতো জিঁয়ার!

~

ধূলোর পরে জমছে ধূলো 

শোকের পরে শোক,  

দশদিগন্ত অভয় রাখে

ফিলিস্তিনি চোখ।

~

আমরা তো রোজ মরছি ভীষণ 

বেঁচে থাকার মোহে,  

বরং তারা মৃত্যুঞ্জয়ী 

জ্বালছে আগুন লোহে! 

~

আমরা তো রোজ মরছি ভীষণ 

ভয়ে মাথা কুটে,

বরং তারা মরণ–পিঠে 

জন্ম হয়ে ফোটে! 

~

ফিলিস্তিনি!  ফিলিস্তিনি!  

ফিলিস্তিনি চোখ,  

কেমন করে রাখো তুমি 

আকাশধারী শোক! 

~

যুদ্ধ দ্যাখো, রক্ত দ্যাখো

দগ্ধ দ্যাখো ভূমি,  

কেমন করে অসহ্যতার

কাটাও বেলা তুমি!

~

একাগ্রতায় পুড়াচ্ছো চোখ 

বারুদ কেমন জ্বলে,     

বক্ষে তোমার লাল শহীদির 

মারুত বয়ে চলে! 

~

খলপৃথিবীর নষ্ট সমাজ

অত্যাচারীর কৃপাণ ,  

কেমন করে ছিন্ন করে 

আকাশসম ইমান! 

~

ফিলিস্তিনি!  ফিলিস্তিনি! 

ফিলিস্তিনি চোখ! 

সমস্ত ফুল, জমিন আকাশ 

সবটা তোমার হোক! 

~

নিযুত কোটির পায়ে শিকল 

ধূর্ত নীরবতা,

এই পৃথিবীই বন্দি কেবল   

তুমিই স্বাধীনতা! 

~

কাদের বুকে জ্বলছে আজি 

সাত আসমানের তারা? 

খল সমাজের আঁধার থেকে 

মুক্ত কেবল কারা?

~

সমস্ত ফুল, জমিন, আকাশ 

সবটা তাদের হোক, 

দশদিগন্ত অভয় রাখে 

ফিলিস্তিনি চোখ। 

~

কেমন করে মরে তারা 

যাচ্ছে বেঁচে ঠিক,  

এ–প্রাণ আবার জন্ম নিলে

ফিলিস্তিনেই নিক!

কবিঃ মারুফ হাসান প্রত্যয়, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়