ফিলিস্তিন, মাশরেকা

জার্জিস খান

মাশরেকা,

তোমারে বুঝবার জন্য কত ইজম,

কন্টিনেন্ট বেইজড সোসাইটি, 

শিক্ষায়তনিক, তত্ত্ব–বিদ্যার হুড়োহুড়ি। 

তুমি নাকি তোমায় চেনো না।

তাই তারা তোমারে সিভিলাইজড 

হওয়ার পাঠদান প্রদানে দায়বদ্ধ। 

আইরনি আর কাহারে কয়!

ওরা কি আসলেই তোমায় বুঝতে চাইছিল, 

নাকি কেবলি ভোগের জন্য ভাগ–বাটোয়ারায় 

কষে ফন্দি আঁটছিল,

যার ক্ষত এখনো তোমার উর্বর শরীর জুড়ে। 

প্রিয় মাশরেকা,

আজ তোমার জমিনে

তুমি অপরিচিতা, আগন্তুক। 

মাশরেকা,তুমি যখন ফিলিস্তিন রুপে 

আমার কাছে আসো মুক্তির ফরিয়াদ নিয়ে,

আমি পয়লা পয়লা আঘাত সইতে না পেরে 

টলমল চোখে তাকায় থাকি। 

আর না, এখন রুজুমের ফজিলতে 

বিতাড়িত হয় মাগদূব, রাজীম শয়তান। 

তুমি আবার ঠিক অতীতের মতোই 

সোনালি আভার রুপ ছড়াবা। 

মাশরেকা, তুমি হয়তো এখন প্রাক্তন। 

কিবলার তালিকায় তোমার নাম কিন্তু আজও রয়েছে।

তাই তোমার কথা ভাবলে 

আজও আমার দিলে মজনুর আরতি উঠে।

ভালোবাসারা কখনো প্রাক্তন হয়না।

কবিঃ জার্জিস খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়