ফ্র্যাগমেন্টস

ভুঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান

তোমার কথা মনে পড়ে 

বিগত দিন যতো 

ফুঁৎকার

~

বিস্মৃতি এতো গাঢ়! 

যেন শামুকের আঠালো অনুভব

বিস্মৃতি এতো গাঢ়! 

যেন সমতল হয়ে আসা আত্মীয়ের কবর 

~

জলা জংলায় লুকোয় শালিক বিকেল

মাঠের প্রান্তে ধোঁয়া ওঠে 

শীত শীত হাওয়ায় হু হু করে না-জানা কোন দিলকুঠুরি

সন্ধ্যের আগেই কেন পাখিদের উড়ার রুটিন?

ঘাসের কষ লাগা পা ধুয়ে ঘরে যাওয়া? 

~

অথচ ডিস্টোপিয়া 

অথচ বিস্মৃতি 

টেনে টেনে আনা লাগে গ্রামেদের মাঠেদের পাখিদের

গরাদ টানা বিস্মৃতির পিচ কাদা থেকে 

কাদায় লেপ্টে থাকি মাছির মত– সুন টু বি ফরগটেন

~

দিন গুনি 

দিন তারিখও ধূর্ত ফেরার 

সহিংস শহর দম আটকে দেয় 

কলমের কালি শুকোয় অনাদরে 

~

তোমার কথা মনে পড়ে 

যেভাবে দূর থেকে পাখিকে মনে হয় বিন্দু

বিন্দু কেবলই, বিযুক্ত, ঈশ্বরের মত দূর।

কবিঃ ভুঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়।