আল ফাতেহ বৃন্ত
কোন এক বৃষ্টির দিনে
আবছা অন্ধকারে, আলোছায়ায়
সহসা আলোড়ন তুলে উঁকি দেয়
পুরোনো কোন স্কেচ
কিংবা তেলচিত্র স্মৃতির পাতায়
শহর জুড়ে থাকা জেব্রাক্রসিং অথবা রিকশার কলিংবেলে
ধোঁয়া ওঠা চা তার সাথে মুখরিত আড্ডা-কোলাহলে
মৃদুমন্দ বাতাসে খোলা-চুলে দাঁড়িয়ে থাকা কোন এক আনমনা মেয়ে
পরিশ্রমে ক্লান্ত দেহের শীতল নিশ্বাসে
জেগে থাকা মধ্যবিত্ত-নিম্নবিত্ত
সবাই কেমন যেন বিক্ষিপ্ত।
আশাহাত, দুর্বার ব্যাকুলতা সবার চোখে
স্পষ্ট দৃষ্টি, কোন বহুদূরের অপেক্ষায়
সবাই ভেসে যেতে চায় কোন প্রবল আমন্ত্রনে
ইটপাথরে বাঁধা এ নগরী,
জানালা ধরে অপেক্ষারত প্রত্যেকে
চারিদিকে ছিমছাম নিরবতা,
নিস্তব্ধতা ঢেকে দিয়েছে শহরটাকে।
অতঃপর আকাশ ঢেলে দেয়
তার সবটুকু আবেগ, কান্না ছুঁয়ে যায় সবাইকে।
ভেসে যায় সব পাপ, দুশ্চিন্তা, ক্লান্তি ও অবসাদ
এরপর যে যার কাজে মিলিয়ে যায়
আঁধার ঘনিয়ে আসে।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়