শেখ ফরিদের গান

মাইজভান্ডারি গান

আমি কি করিলে তোমার দেখা পাই

মুর্শিদ গো! কি করিলে তোমার দেখা পাই।

~

কোথায় গেলে প্রাণসখা

রেখে গিয়ে মোরে একা

বিরহে অন্তর পুড়ে ছাই

মুর্শিদ গো! কি করিলে তোমার চরণ পাই।

~

না পাইলে তোমারই চরণ

হয়ে যাবে আমারই মরণ।

সেই মরা মরিতে নাহি চাই

মুর্শিদ গো! কী করিলে তোমার চরণ পাই।

~

রমেশ পাগলা আশেক ছিলো

মুর্শিদেরই দীদার পাইলো।

সেই দীদারে সাধক বনে যায়

মুর্শিদ, সেই দীদারে সাধক বনে যায়।

কি করিলে তোমারই চরণ পাই।

আমি কি করিলে তোমার দেখা পাই

মুর্শিদ গো! কি করিলে তোমার দেখা পাই। (২)

~~~

মত্ত আশেক (মুর্শিদী গান)

মাতাল হইয়া যায় রে 

প্রেমিক মাতাল হইয়া যায়।

মুর্শিদেরই দেখা পাইয়া মাতাল হইয়া যায়….

~

মুর্শিদেরই সোহবতে

প্রেমিক যায় খোদার দেশে

যাবার সময় মাতাল প্রেমিক ফানা হইয়া যায়  

মাতাল হইয়া যায়

মাতাল হইয়া যায় রে প্রেমিক 

মাতাল হইয়া যায়।

~

মুর্শিদ যখন জিকির ধরে

প্রেমিক তখন ডুইবা মরে

সেই ডুবেতে অন্ধ প্রেমিক আরশ পানে যায়

মাতাল হইয়া যায় রে প্রেমিক 

মাতাল হইয়া যায়।

গীতিকারঃ শেখ ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।