যেমন তোমরা,
যারা আজ আছো কাল নাই;
তেমন আমরা,
যারা আজ আছি কাল নাই;
শুধু মধ্যকার সময়টা জুড়ে তোমরা আর আমরা মিলে,
জান্নাত খুঁজে বেড়াই আমাদের গড়া জাহান্নামে।
তারপর কোনো একদিন যদি, শুনি,
পৃথিবী নাই হয়ে গেছে, তুমি আমিও নাই হয়ে গেছি;
আর সেদিন শেষ বিচারে আমরা ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকলে,
আর সীমাহীন কোনো শাস্তির ভয়ে,
জান্নাত খুঁজতে থাকলে,
আফসোস করতে করতে যদি আমরা জানি,
আমাদের জান্নাত হারিয়ে ফেলেছি ওই ধ্বংস হওয়া পৃথিবীর সাথে;
আর,
তখন আবার, আমরা ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকলে,
স্রষ্টা এসে তোমাকে আমাকে আমলনামা ডান হাতে তুলে দিলে,
আর,
পুলসিরাত পার করিয়ে দিলে;
যাকে মানব চক্ষু কোনোদিন দেখে নাই,
সেই ফেরদাউসের দরজা খুলে দিলে,
দশ গুণ পৃথিবীর সমান জান্নাতের সামনে দাঁড়িয়ে,
আবার যদি দেখি,
ওখানে তোমার জন্যে তোমার,
আর আমার জন্যে আমার,
অপেক্ষায় দাঁড়িয়ে আছে আরেক জাহান্নাম?
* শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়