ইবাদা’ রে, আমি কী রেখে হেরায় যাবো,
কার কাছে বলব জীবরীলের কথা?
যখন ভয় জেগে যাবে আমার চোখে,
কার বুকে রাখব তখন এমন দুর্বহ মাথা?
তুমি নেই, হেরাতে যাওয়ার উদ্যম নেই তাই,
পড়ে থাকি শুধু গুপ্ত ব্যথার ডেরায়।
ইবাদা’, সফল হতে তো তোমারে লাগে,
তোমাকে ছাড়া আমি আঁধার হেরায় ডরাই।
এতো এতো মরু! এতো পা-জড়ানো শোক
পুরো পথঘাট জুড়ে, হাঁটা কী কঠিন!
তোমারে পেয়ে গেলে দুর্ভোগ ভাঙ্গা হতো,
হেরা থেকে আনা যেত আসমানী-দিন।
উম্মুল ইবাদা, হয় না সহজ কিছু
তুমিও বলো না- “ভয় পেতে নেই, হাসো।
হেরাতে যখন জীবরীল চলে আসে,
তখন তুমি তোমার এই ইবাদার কাছে এসো।”