প্রেমের গান

উইলিয়াম কার্লোস উইলিয়ামস

তরজমাঃ পার্থিব মাহমুদ 

যেদিন আমাদের আবার দেখা হবে
কীইবা বলার আছে তোমাকে আমার?
তারপরেও
শুয়ে শুয়ে আমি তোমার কথাই ভাবি।
ভালোবাসার ছোপ
ছড়ানো তামাম সংসারে।
হলুদ, হলুদ, আর হলুদ,
ঢুকে পড়ে পাতা থেকে পাতায়
জাফরান লেপ্টে দেয়
একটা কোমল গোলাপি আকাশের গায়ে
পুরোপুরি হেলে থাকা
খড়খড়ে শাখাগুলোয়।

কোনো আলো নেই-
কেবল মধুর মতো গাঢ় একটা ছোপ
টুপ টাপ, পাতা থেকে পাতায়
আর ডাল থেকে ডালে
বরবাদ করে দেয়
জগৎসংসারের তাবৎ রঙ।
আমি একা।
ভালোবাসার ভর আমাকে
ভাসিয়ে রাখে
যতক্ষণ না মাথাটা আমার
ঠুকে যায় আকাশে।
দেখো আমাকে!
চুলে আমার জড়িয়ে আছে অজস্র পরাগ-
কাঠশালিকেরা বয়ে বেড়ায়
কালো ডানায়।
দেখো, অবশেষে
আমার বাহু, আমার হাতদুটো
পড়ে আছে নির্জীব।

কেমনে বলি তোমাকে
আর কখনো এতো ভালোবাসবো কিনা তোমাকে
এখন যেমন বাসি?

তরজমাঃ পার্থিব মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।