যুদ্ধভূমি

নাহিয়ান ফারুক

যুদ্ধের দেশে তবু সূর্য উঠে–নামে;

পাখির পালকের রং,

আকাশের মেঘ,

প্রেমিকার চোখ–ভুরু–চুল

অক্ষত থাকে বোমা নামার আগে।

যুদ্ধের দেশে কেবলার দিক

ঘুরে যায় না,

মসজিদ–মনদির ভাঙলেও 

ভিতরে–ভিতরে খোদা–প্রভু–দেবী

ঘুরেফিরে আসে।

যুদ্ধের দেশে শুধু কতেক মানুষ ইবলিশ হয়ে যায়,

আর কতেক জ্যান্ত পুড়ে যায় কটকটে খড়ের মতো।

মাটির সাথে সমঝোতা ছাড়াই

শ্মশানের আধিক্য বাড়ে,

তবু পালায় না মাটি।

ধোয়ায় ভরে যায় মেঘ,

তবু বোমার শব্দে পাখি উড়ে মেঘের বুকে চড়ে।

কিছু মানুষ মায়া থেকে গাফেল হয়;

কেউ–কেউ দেখে তিরোধান– তার সঞ্চিত স্নেহের।

যুদ্ধের দেশে কিছু মানুষ নমরুদের রঙ মেখে

প্রেমের বাগানে আগুন জ্বালায়।

যুদ্ধের দেশে আগুন জ্বলে,

পুড়ে যায় প্রেমিকার ঘনকালো চুল।

তবু সূর্য উঠে,

মৃত্যু জেনেও একবার ফুটে উঠে ফুল।

কবিঃ নাহিয়ান ফারুক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ