আজাদ মদীনা– ফিলিস্তিন

রাকিবুল ইসলাম রাকিব 

আমাদের চোখে ফিলিস্তিনি জলপাই চারা ফোটে

অথচ রক্ত নিছক কোনো লিকুইড নয়–

যা তুচ্ছ হবে ইমোশনের গহীনে

নিরুত্তর এন্তেকালের এলান আর 

জানাজার দিকে ছুটে যাচ্ছে পাখিদের ভিড়

ঢালু রাস্তায় মেরামতের পাশে

শেষ কোনো মিছিল হবে বোমার আওয়াজের প্রতিউত্তরে

শেষ কোনো জান দেখবে জীবনের বসন্ত

নিরুত্তর বিদ্রোহের ছায়ায় মার্জিন টানা স্যাডনেস

আর কতো নোনতা লিকুইড– 

লুকোনো মুখোশে ভারি ওই আরবের হাওয়া

প্রেয়িং বনাম রিজিস্টেন্সের লড়াই

সব শেষে ঝিরিঝিরি বাতাশ নবীজীর রওজা হতে

আরশের লগে রিশতার হিস্ট্রি

সব জানে আশেকের নিরুপায় চাহনি

সবকিছু মদীনার হবে ভেবে

সব লড়াই সব জুলুমের মোকাবিলায়

মাঝরাতের পোয়েট্রিতে বাঙলা ভাষায় ফরিয়াদ

চারাগাছের নিকট অঙ্কুরিত মওসুমে

আজাদীর বাতাসে মদীনা মদীনা রবে উদ্বেলিত ফিলিস্তিন!

কবিঃ রাকিবুল ইসলাম রাকিব, বাণিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।