প্যালেস্টাইন

জাহিদ হাসান

(১)

তোমাকে যেখানে ফেলে চলে আসি

যে পথ দিয়ে আসি আমি 

সে পথের প্রতিটা ইঞ্চিতে পুঁতে রাখা আছে মাইন। 

তবুও আমি ফিরে আসি

ফিরে তো আসতেই হবে আমাকে 

যেহেতু আমিই স্বাধীন প্যালেস্টাইন। 

~~~

(২)

তুমি যায়ো না 

কখনও যায়ো না 

সদ্য পোড়া ঘর আমার আর এখনই বৃষ্টি,

এমন গন্ধ তোমার ভালো লাগে না জানি। 

তবুও তুমি যায়ো না। 

কোনদিকে যাবা? 

ভেজা ছাইয়ের মধ্যে পা ডুবায়া থাকি চলো।

এইখানে 

আস্তে আস্তে 

উঠবে 

খড়ের বদলে কংক্রিটের বিল্ডিং 

যুদ্ধবিধ্বস্ত একটা ঘর 

বারুদের গন্ধ 

নিস্তব্ধ মানুষ 

সুনশান নীরবতার মধ্যেও কিসের জানি বয়ে যায় চিৎকার। 

আমরা হাঁটতে বেরোবো গ্রেনেডের ময়দানে 

আর ফিরাও আসবো 

দেখবো আমাদের ঘর;

খড়ের ঘর। 

তুমি যায়ো না আর 

থাকো এইখানে;

এইখানেই 

যেখানে শায়িত হয়া আছে তোমার প্রেমিকের হৃদয়।

কবিঃ জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়