নতুন আলো

ঈদুল ফয়সাল

ফিলিস্তিন

কবে আসবে দিন?

কবে আলো আসবে?

শিশু–নারীদের মুখ উজ্জ্বল হবে,

তারা খলখলিয়ে হাসবে।

দিন আসার আর কত বাকি?

একজন ফিলিস্তিনি মানুষ,

আর তুমি? তুমিও যে মানুষ!

তারা তোমার মতো কেউ!

মুক্তির সাধ তুমি কবে পাবে?

তোমার আঁচল কখন মুক্ত

বাতাসে উড়বে?

সমুদ্রের ঢেউরা কখন

স্বাধীন হয়ে আছড়ে পড়বে?

ঢেউ, তুমি আরো কল্লোলিত হও।

আরো উত্তাল হয়ে রুখে দাও।

সব রক্তঝরানো অস্ত্র।

ধুয়ে দাও সমস্ত রক্ত!

আবার জলপাই গাছ কখন 

সজীব হয়ে উঠবে?

‘জল পাই’ হবে কখন?

জলের অভাবে শুকিয়ে যাওয়া হৃদয়ে

কখন আবার জল পাই?

কিছু দূরে 

জলের মতো আলোর মতো

ওটা কী?

কবিঃ ঈদুল ফয়সাল, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়