ফিলিস্তিন

আহমেদ রিফাত কবির 

এই নদী

সাগরের প্রতি তুমি বিস্তৃত

এই সাগর

তোমার পাড়ে যাদের বসতি

কত শিশু

কতগুলো ছোট ছোট হৃদপিণ্ড

কত মানুষ

কতগুলো স্বপ্ন তোমার ঘাড়ে

কিছু নেই, সব, হাহাকারে তলিয়ে গেলো

ওরা মানুষ নয়

ওরা মানুষ নয়?

রাক্ষসে চুষে খায়

পবিত্র ভুমিতে

পবিত্র পাথরে রক্তের ফোঁটা

নদী থেকে, সমুদ্র অব্দি

হাহাকার, স্বাধীনতার (হায় স্বাধীনতা!)

কিছু নেই, সব, হাহাকারে তলিয়ে গেলো

ওরা মানুষ নয়

ওরা মানুষ নয়?

কবিঃ আহমেদ রিফাত কবির, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।