তুমি দাঁড়াও,
নড়ো না, আমি দেখছি
কিভাবে দ্রব্যমূল্যের সাথে এডজাস্ট করা যায় আমাদের সুসম্পর্ক।
ঘাবড়ে গেলে হবে না,
শক্ত হয়ে দাঁড়াও;
যখন আমাদের নিয়ে ভাবছে না কোন মন্ত্রণালয়,
তখন নিজেদের কিছু করে নিতে হবে।
টিসিবির ট্রাক মার্ক করে রেখেছি,
স্বল্পমূল্যে ওরাও আমাদের কিছু দিবে,
যদিও সুসম্পর্কের সমানুপাতিক নয় তার কিচ্ছুটি,
তবুও তুমি নড়ো না,
ভীত সন্ত্রস্ত হলে
আমাদের ধরা হবে না হাল;
ভেবো না আসন্ন নির্বাচনে,
ভালো কোন মেনিফেস্টো এসে যাবে।
ওসব চোখে ধূলি।
এভাবে ঝাপসা করে ফেলো না চোখ;
আমাদের অন্ধত্ব যাদের কাম্য,
তাদের সফল হতে দিও না।
আমি দেখছি,
কিভাবে চড়া দামের সাথে এডজাস্ট করা যায়
আমাদের সুসম্পর্ক।
জিরো টলারেন্স তাদের যেমন বিরোধী দলের প্রতি,
আমাদের এমন এক জিরো টলারেন্স নীতিমালা চাই-
ভেঙ্গে পড়া সহ্য করব না কোনোভাবে।
তুমি নড়ো না,
তুমি দাঁড়াও,
ঘাবড়ে গেলে তারা
কোমরে কেটে দিবে দাগ।