২/১ ডিসাপয়েন্টমেন্ট
কি ডিসাপয়েন্টেড? বুঝছেন, আমার সাথেও এমন হইসিলো।
প্রায়োরিটি নিতাম বেশি আর নিজেরে দিতাম যাচি।এখন লিমিটেড প্রায়োরিটি দেই, চইলা যায় যায়যায়দিন।
এমনকি করাইতে চাইসিলাম মন অপারেশন; মাইনা নিসিলাম বৈচিত্র্য ধরণীর। আর নিজের প্রবণতারে আত্মাহুতি দিতে আসিলাম এক পায়ে রাজি! প্রায়োরিটি বেশি নিতাম বিকি আগামী। দেখসেন প্রায়োরিটি আমগোরে কী করতে পারে? ভাবা যায়? আগেকার মমরে তিরস্কার করে পরের আমি।
২/২ ডিসাপয়েন্টমেন্ট
কি ডিসাপয়েন্টেড? কই ঠিকই তো একসময় ঘুমাইবেন। হ্যা ঘুম আসতে অনেকখানি হবে দেরি আর মাথায় ঘুরবে কেনো প্রশ্নের দড়ি। ঘুম থেকে উঠবেন করবেন ঠিক লুঙ্গি, সাথে যাচাই করে নিলেন ইলাস্টিক চুটকি। হ্যা এই থেকে আইসে প্রবাদ, হাওয়ার উপস্থিতি আরো কতকিছু জানিসে কেমনে পারলো, না জানি আর কতকিছু পারে ঐ জাইনা আপনে ফেলবেন টা কী শুনি?
২/৩ ডিসাপয়েন্টমেন্ট
হ্যা মুখ ধুইবেন, আয়নায় নিজের চেহারাটা আবার দেখবেন, নিজেরে নিজে ভাববেন।
আর মনে মনে নিজের উপর নিজেই ছিটাইবেন ছ্যাপ।কিছু না কিছু ত খাইবেন, রোজা ভাঙবেন। এখন আরো উপলক্ষ্য পাইসেন। ধুমসে টানলেন নিকোটিন, সেহরি ভুইলা গেছেন, কই উইড়া যাইবো ডিসাপয়েন্টমেন্ট কোণ
সর্বোচ্চ গেলে ডিসাপয়েন্টমেন্ট দিবো আপনেরে চোদন; কয়েক টান বেশি নিয়া আপনে গায়ে লাগাইবেন মলম।
২/৪ ডিসাপয়েন্টমেন্ট
এবার আমরা একটু ডিসাপয়েন্টমেন্টের দিকে নজর দেই? আপনার ডিসাপয়েন্টমেন্ট কিন্তু আপনের মানসিকতার সাথে সম্পর্কযুক্ত। আপনে নিজেই ভলান্টারিলি প্রায়োরিটি ঠিক করলেন আবার শুধুশুধু ডিসাপয়েন্টেডও হবেন? ক্যা ভাই? আপনের প্রায়োরিটি কখনো আপনারে কথা দিসে? রিয়াল আলাপ করসে? তাইলে আপনে এই জড় পদার্থের প্রতি ডিসাপয়েন্টেড কেন? বলেই রাখসে এইসব ব্যাপার। আহ, পাওয়া যায় এমন আজকাল? সাথে কার্টেসী!