সময়, বয়ে নাও
বয়ে নাও এ হৃদয়
পদ্মার মতোন খড়কুটো,
কচুরিপানা,
কলাগাছ,
ঘরদোর, প্লাস্টিকের থলে,
বোতল ইত্যাদি নিয়ে নয়
রেখে যাও ঘর,
ফেলে যাও প্লাস্টিক,
কচুরিকে নিয়ে বও সময়।
কে কখন দুটো মন্দ কথা বলেছে
সে সময় বয়ে গেছে
বন্ধ সে নিয়ে চিন্তা
বরং কে একখানা ফুল দিয়েছিল
হয়তো লায়লা আপার প্রিয়
কচুরি ফুল,
তাকে যেটা আমি উপহার দিতে পারিনি,
অথবা অন্য কোনো ফুল
সে ফুল কি সুন্দর ছিল?
যদি সুন্দর হয়ে থাকে,
চলো তাকে নিয়ে।
এ শুধু চলা না,
তার চেয়ে একটু বেশি কিছু।
কখনো মাটির কোনো জিনিস,
পাটের কোনো কিছু
উপহার পেয়ে আনন্দিত হওনি
অথবা দুদণ্ড মনোযোগ—ধরা কথায়?
সেই আনন্দ তোমায় তিন পা এগিয়ে দেয়।