আয়াতে যেইসব রাগ জমে থাকে
মূলত অশ্রুর ভাষাজ্ঞান
ক্লান্ত বিরহবেলায়
নদীতীরের অনুজ্জ্বল মিটে যাওয়ায়
সস্তা যা কিছু বারিষের মতোনই
রাগ দেশের অনুকূলে
উপস্থিত হৃদয় কেবলই টুকরো হওয়া স্মৃতির ছাই
আয়াতে এরচেয়ে বেশি তীব্রতা জমে রয়।
হু
পড়ছো আয়াতের রিমঝিম
ইজেপশিয়ান হরফের নাচ
উজ্জ্বল চাপা পড়া ইউরোপ
আলিফের ভরসায়
হু
চুলখোলা অভিমানী গান
হু
পড়ছো তাওয়াফের ইতিহাস
সিরিয়ান রুটির স্বাদ
দূরে থেকে ভেঙে যায়
প্রেমিকার মান অভিমান
হু
দরগাহে ভিড় করে অতীত নাবিকের রুহ
হু
ছল্লেআলা অক্ষরের অবগাহন
হু
ভিজেছো আসাদগেটের বারিষে যেমন
একই স্বাদের দুই আত্মা
একই ভুলপথে আত্মহননের গান
হু
মোনাজাতে যারা গেছে
আমলকির ঘ্রাণ হয়ে
রসূলের হাসান-হোসাইন
শিয়া গানের লহু
হু
যখনই শেষ হবে দীদারের আরজু
হু